কুষ্টিয়ার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চতুর্থবর্ষ পূর্তি

dc-school-17-11-2016আজ (১৮নভেম্বর) শুক্রবার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চতুর্থবর্ষ পূর্তি। এ উপলক্ষে  আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কালেক্টরেট স্কুলের হল রুমে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এদিকে গতকাল কালেক্টরেট স্কুলের প্রথম শিফট শিার্থীদের কাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার শিক্ষাঙ্গনে এক অনন্যদৃষ্টি স্থাপন করেছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। বিশ্বায়নের এই যুগে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় জাতি হিসাবে বিশ্বের সাথে তাল মিলানোর জন্য শিার্থীদের সময়ের শ্রেষ্ঠ সন্তান হিসাবে গড়ে তোলার মহান উদ্দেশ্যে কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্র কালেক্টরেট চত্বরে গড়ে তোলা হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া নামে শিক্ষা প্রতিষ্ঠানটি।

স্কুলটি উত্তরোত্তর সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়ার লক্ষে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্কুলটির সার্বিক তত্বাবধানে রয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষাও আইসিটি) মুজিব-উল-ফেরদৌস। তিনি স্কুলটির দেখভাল করে থাকেন। স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে রয়েছেন জেলা প্রশাসক মো. জহির রায়হান’র সহধর্মীনি শামসুন নাহার বেগম। উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসকের শিক্ষা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ রোকসানা বেগম।

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার পরিকল্পনা করেন কুষ্টিয়ার তৎকালিন জেলা প্রশাসক বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। গত ৯ মার্চ’ ২০১২ তারিখে প্রধানমন্ত্রীর পিএস-১, নজরুল ইসলাম খান স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৩ মে’ ২০১২ তারিখে খুলনা বিভাগীয় কমিশনার মসিউর রহমান স্কুলটির অনুমোদন দেন। ৫ মে’ ২০১২ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ মোঃ আফছারুল আমীন এমপি স্কুলটির নির্মাণ কাজ উদ্বোধন করেন এবং ১৮ নভেম্বর’ ২০১২ তারিখে প্রধানমন্ত্রীর তৎকালীন বিশেষ সহকারী ও বর্তমান কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য, মাহবুবউল-আলম হানিফ স্কুল ভবনটির উদ্বোধন করেন।

২০১৩ সালে স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার বছরেই প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। এরই মধ্যে স্কুলের লেখাপড়া ও নিয়ম শৃঙ্খলার জন্য বৃহত্তর কুষ্টিয়া জেলায় স্কুলটির সুনাম ছড়িয়ে পড়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা জানান, বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৬৫০ জন। বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে।

Post MIddle

আগামী বছর (২০১৭ সাল) অষ্টম শ্রেণি খোলা হবে। ছাত্র-ছাত্রীর ভবিষ্যতের লেখাপড়া চালু রাখাসহ কুষ্টিয়াতে একটি আদর্শ স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে, স্কুলের দ্বিতীয় একাডেমিক ভবণ করা হয়। কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চতুর্থবর্ষ পূর্তি উপলক্ষে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কালেক্টরেট স্কুলের হল রুমে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে গতকাল ১৭ নভেম্বর বৃহস্পতিবার কালেক্টরেট স্কুলের প্রথম শিফট শিার্থীদের কাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসকের শিা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রতিষ্ঠানটির উপাধ্য মোছাঃ রোকসানা বেগম।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম কমল। পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার। এ উপলক্ষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। গান ও নাচে মেতে ওঠে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক উৎপলা সাহা, খুরশিদা খাতুন, পলি রানী প্রামানিক, আলিমুল আলরাজী, আজিজুর রহমান, সাখাওয়াত হোসেন, রুনা করিম, সোহেলী আফরোজ, ইয়াসমিন আক্তার, হেলেনা পারভীন, কামরুন্নাহার, জুয়েল রানা, সোনিয়া শারমিন, জামিরুল ইসলাম, সুজন কুমার কর্মকার, শামিমা আক্তার সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।

পছন্দের আরো পোস্ট