ইউএপিতে ছবি প্রদর্শনী ও চিত্র কর্মের কর্মশালা

1ইউনিভার্সিটি অব এশিয়া পাসিফিক (ইউএপি) এর ব্যবসা প্রশাসন বিভাগের ফটোকাস্ট ফটোগ্রাফি ক্লাব আয়োজিত দুইদিন ব্যাপী ছবি ও চিত্রকর্মের উপর কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৫ থেকে ১৬ নভেম্বর। শিক্ষার্থীদের ফটোগ্রাফির উপর শিক্ষা ও সম্পাদনের উন্নয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, উপাচার্য, ইউএপি। তিনি ফটোগ্রাফির শুরু এবং এর ধারাবাহিক উন্নয়নের উপর বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক আব্দুল লতিফ, প্রধান নিবার্হী অফিসার, গ্রাফিক ডিজাইনার, অরা কমুনিকেশনস, এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী, ট্রেজারার, ইউএপি এবং বিভাগীয় প্রধান শামছাদ আহমেদ।

Post MIddle

শিক্ষার্থীরা এই কর্মশালায় বিভিন্ন ফটোগ্রাফি সম্পাদনার সফটওয়ার এমনকি লাইট রুম এবং ফটোশপ সিসি এর উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় ।

বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী এই কর্মশালার শেষ হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন অধ্যাপক আবু সাইদ মোশতাক আহমেদ, সভাপতি, ইনিনিস্টউট অব আর্কিটেক্ট বাংলাদেশ।

3

পছন্দের আরো পোস্ট