
কুবিতে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরামের নবীনবরণ
“লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরাম” এর উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কুমিল্লা জেলাধীন বৃহত্তর লাকসাম-মনোহরগঞ্জ থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের বরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মুহাম্মদ ফয়জুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আখি আলম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক শুভব্রত সাহা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসির হোসেন এবং সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক সুমাইয়া আফরীন সানি ।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হানিফ ওয়াহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সুজন, সাংগঠনিক সম্পাদক মকসুদ আলম, দপ্তর সম্পাদক নাহিদ খান টিপু কমিটির অন্যান্য সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত সংগঠনটির শিক্ষার্থীবৃন্দ।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কুমিল্লা জেলার বৃহত্তর লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা থেকে আগত ১০ম ব্যাচের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উপহারের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।#