গ্রিন ইউনিভার্সিটি ভিসি অতীশ দীপঙ্কর স্বর্ণপদকে ভূষিত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ গোলাম সামদানী ফকির শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদ কর্তৃক স্বর্ণপদকে ভুষিত হয়েছেন। অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডঃ গোলাম মাওলা মঙ্গলবার (১৫ নভেম্বর) ২০১৬ তারিখে ঢাকার বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০১৬’ প্রদান অনুষ্ঠানে প্রফেসর ডঃ মোঃ গোলাম সামদানী ফকির -এর হাতে উক্ত স্বর্ণপদক তুলে দেন।

Post MIddle

 প্রফেসর মোঃ গোলাম সামদানী ফকির গত ২৬ আগস্ট শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট (বোল্ড) কর্তৃক আজীবন সম্মাননা পুরুস্কারে ভুষিত হয়েছিলেন। তিনি গ্লোবাল পার্টনারশীপের একজন সহ-প্রতিষ্ঠাতা। প্রফেসর সামদানী ফকির ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আমেরিকার এসআইটি গ্রাজুয়েট ইন্সটিটিউটে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে কর্মরত ছিলেন।

২০১২ ও ২০১৪ সালে শিক্ষা, নের্তৃত্ব ও অধ্যাপনায় প্রফেসর মোঃ গোলাম সামদানীর অবদানের স্বীকৃতি স্বরুপ ওয়ার্ল্ড এডুকেশন কনগ্রেস, মুমবাই, ইন্ডিয়া তাকে গ্লোবাল এওয়ার্ড পদকে ভূষিত করেন। এছাড়াও মানব সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ র‌্যাপোর্ট বাংলাদেশ তাঁকে “বাংলাদেশ ২০০৪ এওয়ার্ড ফর এক্সিলেন্স ইন হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট” পদকে ভূষিত করেন। তাঁর অনেক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।##

পছন্দের আরো পোস্ট