রাবি স্বজনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন ‘স্বজন’ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা ড. মো. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান। সেখানে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ডা. নাদিরা বেগম ও সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর মো. ছাদেকুল আরেফিন বক্তৃতা করেন।
এই সাধারণ সভায় স্বজন-এর নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#