মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে লিট্রেচার রিডিং সেমিনার
মঙ্গলবার (১৫ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত রিডিং লিট্রেচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির কনফারেন্স রুমে উক্ত সেমিনারটি আয়োজিত হয়।
সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফকরুল আলম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহিত উল আলম। ফকরুল আলমের আলোচ্য বিষয় ছিল “রিডিং লিট্রেচার পোস্টকলনিয়ালি” এবং মোহিত উল আলমের আলোচ্য বিষয় ছিল “শেক্সপিয়ার”। মেট্রোপলিটান ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর সুরেশ রঞ্জন বসাক-এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।
ইংরেজি বিভাগের কোঅর্ডিনেটর ইশরাত ইবনে ইসমাইল এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ।##