ডিআইইউ পরিদর্শনে জাপানের প্রফেসর
জাপানের গুনমা ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মেকানিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সেইচি সিইগা আজ বুধবার (১৬ নভেম্বর ২০১৬) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মাহবুব-উল-হক মজুমদারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন। গুনমা ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মধ্যে একাডেমিক সুসম্পর্ক উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় ও গবেষণা সহযোগিতাই ছিল এ সাক্ষাতের মূল উদ্দেশ্য।
সাক্ষাৎ শেষে অধ্যাপক ড. সেইচি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস ও ল্যাব পরিদর্শন করেন। এর পাশাপাশি তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এবং ঢাকার পার্শবর্তী বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন।#