মেডিকেলে বিদেশী শিক্ষার্থী কোটা নিয়ে হাইকোর্টের রুল

highcourtবেসরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ৫০ শতাংশ কোটা সংরক্ষণকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেডিকেল কলেজে মেয়েদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে । মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

Post MIddle

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। এর আগে গত ১৬ অক্টোবর এ রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ মোট ৯ জনকে রুলের‌ জবাব দিতে বলা হয়েছে।

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়। এতে দেশের শিক্ষার্থীরা ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। অথচ বিদেশি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা না দিয়েই সে সুযোগ পাচ্ছে।##

পছন্দের আরো পোস্ট