হাই-টেক পার্ক হবে কুয়েট ক্যাম্পাসে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসেই নির্মিত হচ্ছে কাঙ্খিত ‘হাই-টেক পার্ক’। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সম্পর্কিত সমঝোতা স্বারক স্বাক্ষর এবং হস্তান্তর অনুষ্ঠিত হয়। হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বেগম হোসনে আরা এনডিসি এবং কুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জি.এম. শহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণসহ হাই-টেক পার্ক সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাই-টেক পার্ক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Post MIddle

এরপর হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বেগম হোসনে আরা পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে যান এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ সংশ্লিষ্টরা সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালীন সময়ে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বেগম হোসনে আরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে পার্কের নির্মাণ কাজ শুরু হবে। প্রকৌশল শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ কুয়েটে পার্কটি নির্মিত হওয়ায় এর সুফলের বিষয়ে আমরা নিশ্চিত।

এ প্রসঙ্গে কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, হাই-টেক পার্ক নির্মিত হলে এটি কুয়েট, খুলনাসহ সমগ্র বাংলাদেশেকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করার পথে আরো এক ধাপ অগ্রসর হবে। শিক্ষা, গবেষনাসহ মেধাবীদের কর্মসংস্থানে হাই-টেক পার্ক অগ্রণী ভূমিকা রাখবে।

পছন্দের আরো পোস্ট