সাদার্ন ইউনিভার্সিটির ইইই ও ইসিই বিভাগের বিদায় অনুষ্ঠান

unnamed-2সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক(ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই) বিভাগের বিদায় অনুষ্ঠান আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লডস ইন হোটেলে অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের উপদেষ্টা প্রফেসর আহমদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, সাদার্ন ট্রাস্ট্রি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন ও উপদেষ্টা, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার। দেশকে ভালোবেসে ঐক্যবদ্ধভাবে কাজ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সৃষ্টিশীলতা ও প্রযুক্তিকে এক সাথে সমন্বয় করে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে কারণ আইটি ছাড়া আগামী দিনগুলো কল্পনাও করা যাবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আর্শীবাদ। ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় আলোকিত বাংলাদেশ গড়বো এটাই আমাদের প্রত্যাশা।

Post MIddle

তিনি আরও বলেন, খুব আনন্দ লাগছে সাদার্ন ইউনিভার্সিটির পরিবেশে দেখে। আমি আশা করি খুব অল্প দিনের মধ্যে সাদার্ন ইউনিভার্সিটি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে। তোমরা যারা ডিগ্রি নিলে সবাই দেশের জন্য কাজ করবে এটাই প্রত্যাশা করছি। চেষ্টা করলে পৃথিবীতে সব কিছুই অর্জন করা সম্ভব।

সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, বলেন, প্রথমে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানায় মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের প্রতি যিনি ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। সঠিক শিক্ষা ও প্রযু্িক্তর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। শিক্ষিতরাই বিনির্মাণ করবে স্বপ্নের বাংলাদেশ এ প্রত্যাশায় তাকিযে আছে দেশের মানুষ। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, অনেক কঠিন পথ অতিক্রম করে সাদার্ন আজ এই অবস্থানে এসেছে। যে গুণগত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে সাদার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল তা আজ বাস্তব রূপ নিয়েছে। বিশ্বমানের শিক্ষার মাধ্যমে দেশের ভাবমূর্তি বিশ্বব্যাপী উজ্জ্বল করে শিক্ষার্থীদের জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাদার্ন পরিবার ।

আলোচনার পর আমন্ত্রিত অতিথিরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক(ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই) বিভাগের প্রকাশনা ম্যাগাজিন গ্রেডস-২০১৬ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের সভাপতি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের উপদেষ্টা প্রফেসর আহমদ হোসেন উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীাত ভোজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।

পছন্দের আরো পোস্ট