রাবি শিক্ষক লিলন হত্যার বিচার দাবিতে মানবন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম সফিউল ইসলাম লিলন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে রাবি শিক্ষক সমিতি। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শাহ আজমের সঞ্চালনায় মানববন্ধনে সমিতির সভাপতি ড. মো. শহীদুল্লাহ বলেন, আমাদের সহকর্মী হত্যার এ দুই বছরে শুধুমাত্র চার্জশিট দেয়া হয়েছে। বিচারের কোন অগ্রগতি নেই। তবুও আমাদের আশার বাণী যে কিছু না হওয়ার থেকে এটাই অনেক বেশি। আমরা এখনও আশাহত হইনি। বর্তমান প্রশাসনের প্রতি আমাদের এখনও আস্থা রয়েছে।
এসময় সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমাম বলেন, সহকর্মী হত্যার দুই বছর পেরিয়ে গেলেও বিচার দাবিতে আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। আমরা এখন পর্যন্ত বিচারের তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য খুবই কষ্টের। এ হত্যার বিচার দেখতে আমাদের আর কতো অপেক্ষা করতে হবে, আর কতো রাস্তায় এসে দাঁড়াতে হবে?
মানববন্ধনে আরো বক্তব্য দেন, সমাজ কর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও আইন বিভাগের অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান। মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।