
ঝিনাইদহে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বাজারে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০১৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক দিকে অবস্থান করেছিল কালীগঞ্জ ফুটবল একাদশ অপরদিকে চুটলিয়া ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে খেলার হাড্ডাহাড্ডি লড়ায়ে উভয় পক্ষে গোল ছিল ২-২। খেলার অতিরিক্ত সময়ে পেনাল্টিতে কালীগন্জ ফুটবল একাদশ ৬ (৪) এবং চুটলিয়া ফুটবল একাদশ ৬ (৩) গোল করার মাধ্যমে কালীগন্জ জয়লাভ করে। . কালীগঞ্জ ফুটবল একাদশে দিলো বিদেশী একজন খেলোয়াড় । তাকে ঘিরে হাজারো দর্শক মেতেছিলেন। বিজয়ী ও রানারআপ দলের মধ্যে প্রধান অতিথি গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা পুরস্কার তুলে দেন।
ফাইনাল খেলায় জয়ীদল কালীগঞ্জ একাদশ ২১ ইঞ্চি কালার টেলিভিশন এবং রানারআপ চুটলিয়া একাদশ ১৪ ইঞ্চি কালার টেলিভিশন পুরষ্কার লাভ করে। অনুস্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক অধিনায়ক সেলিম হোসেন, টুর্নামেন্টে রেফারির দারিত্ব পালন করেন সাবেক ফুটবলার সাইফুল ইসলাম।