এনএস কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
নাটোরে নবাব সিরাজ (এনএস) উদ্-দৌলা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের (২০১৬-২০১৭) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে কলেজের স্বস্ব বিভাগে পৃথক পৃথক ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগীয় প্রধানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীনদের উদ্দেশে বলেন, তোমরা আজ যারা নবীন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি আশা করি যে সুনাম নিয়ে তোমরা ভর্তি হয়েছো সেই সুনাম অক্ষুন্ন রাখবে।এসময় তিনি সকল শিক্ষার্থীদের কলেজের নিয়ম নীতির দিকে লক্ষ রেখে নতুন জীবন পরিচালনার পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এনএস কলেজ উপাধ্যক্ষ নুর কুতুব উল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক বিকাশ জ্যোতি কুন্ডু, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।