মাশরাফি বিন মুর্তজার মায়ের স্বপ্ন পুরনে মুর্তজা কটেজ
মায়ের স্বপ্ন পুরণ করতে স্বপ্নের বাড়ি মুর্তজা কটেজ নির্মাণের কাজে হাত দিলেন মাশরাফি বিন মুর্তজা । ইতোমধ্যে বর্ণা ইঞ্জিনিয়ারিং কে দোতলা বাড়িটি নির্মাণের দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নন্দিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ।৩ কাঠা জমির উপর ১২৫০ স্কয়ারফিটদোতলা বাড়িটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা।
বাড়িটির ফিচারশ এমন যে , নিচতলায় থাকবে ড্রইং রুম, ডাইনিং রুম, বড়সড় একটি কিচেন, গেস্টরুম, কমন বাথরুম এবং কর্মচারীদের থাকার জায়গা। অপরদিকে দ্বিতীয় তলায় থাকছে একটি মাস্টার বেডরুম সহ তিনটি বেডরুম। প্রতিটির সাথে এটাচ বাথরুম এবং প্রশস্ত বারান্দা। এছাড়া থাকছে একটি ফ্যামিলি লিভিং রুম এবং একটি ড্রাই কিচেন।
এছাড়াও সামনে বাচ্চাদের খেলার জন্য বিশাল একটি পোর্চ থাকবে যার নিচে কমপক্ষে দুইটি বড় আকারের গাড়ি রাখার সুব্যাবস্থা থাকবে ।