বেরোবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১ জনের কারাদন্ড

BEROBIরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের ৪র্থ শিফটের পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়ার অপরাধে মিল্টন চন্দ্র নামের একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শিক্ষার্থীর বাড়ী লালমনিরহাটের রাজপুর ইউনিয়ন।

Post MIddle

সোমবার (১৪ নভেম্বর) বি ইউনিটের পরীক্ষা চলাকালে নির্বাহী মেজিস্ট্রেট সৈয়দ মাহমুদুল হাসানের নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদাল এ রায় দেন।অপরদিকে আসাদুন্নবী সরকার নামে রংপুরের এক ডিবি পুলিশকে স্ট্যাম্পে লিখিত নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা গেট দিয়ে জোর করে ঢোকার অপরাধে এবং অনিয়ম সন্দেহে পরবর্তী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কিছু ঘটলে এর দায় বহন করার শর্তে লিখিত নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে প্রক্টর (চলতি দায়িত্ব) শাহিনুর রহমান জানান,‘ ডিবি পুলিশটার ব্যাপারে এখনো আমরা স্পষ্ট না। তবে একটু ভুলবুঝাবুঝি হতে পারে।’

পছন্দের আরো পোস্ট