বেরোবিতে ডরমেটরী ভর্তি পরীক্ষার্থী!!
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৬ স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা বলে হলসমূহ শিক্ষার্থী শুন্য করা হয়েছে। কিন্তু শিক্ষক কিংবা কর্মকর্তাদের আবাসিক ভবনের জন্য এধরণের কোন নির্দেশনা দেওয়া হয়নি। তারপরও এই আবাসিক ভবনে অবস্থানরত বেশ কয়েকজন ভর্তিচ্ছুককে গতরাতে (১৩ নভেম্বর) বের করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, শিক্ষক ডরমেটরীতে ১২ নভেম্বর হতে কয়েকজন ভর্তিচ্ছুক অবস্থান করে। এ বিষয়ে কানাঘুষা হওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করে পরীক্ষার একদিন পরে তাদের বের করে দেয়া। আরো জানা যায়, ভর্তিচ্ছুকদের বের করে দেওয়া হলেও দুয়েকজনের আত্বীয় ( ভর্তিচ্ছুকের) সচারাচার ঐ ডরমেটরীতে প্রবেশ করছেন আবার বাইরে আসছেন।
কেন্দ্রীয় ভর্তি কমিটিসূত্রে জানা যায়, কোন শিক্ষক কিংবা কর্মকর্তার কোন নিকটাত্বীয় ভর্তি পরীক্ষার্থী হলে তাকে পরীক্ষা সংশ্লিষ্ঠ কোন কাজে থাকা যাবে না। আর যদি কেউ এই তথ্য গোপণ করেন তবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবে প্রশাসন।২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গণিত বিভাগের প্রভাষক ইসমাঈল হোসেনের বোন অংশ নিয়েছিল। কিন্তু এই তথ্য গোপন করে তিনি পরীক্ষা কমিটিতে ছিলেন। পরে এটি জানাজানি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অথচ এবার ডরমেটরী হতে ভর্তিচ্ছুদের বের করে দেয়া হলেও তাদের বাবা-মা কিংবা আত্বীয়দের রাখা হচ্ছে সেখানে। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।ক্ষোভ প্রকাশ করে নামপ্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন,‘এটা আমাদের ভর্তি পরীক্ষাটিকে প্রশ্নবিদ্ধ করবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোবহান বলেন,‘যেখানে আমাদের হল হতে বের করে দেয়া হলো সেখানে শিক্ষকরা থাকলেও তাদের আত্বীয়রা থাকে কেমনে! এযেন উদোর পিন্ড বুদোর ঘারে।’আবাসিক শিক্ষক শেখ মাজেদুল হক এ ব্যাপারে বলেন,‘উপাচার্য আমাকে জানানোর সাথে সাথে ডরমেটরী হতে আমি আমার এ্যাপ্লিকেন্টকে আবাসিক হোটেলে রেখেছি। কিন্তু আমার বাবা-মাকে তো আর বাইরে রাখতে পারি না।’ এ ব্যাপারে কোন নির্দেশনা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন,‘পূর্বে এ ব্যাপারে আমাদেরকে জানানো হয়নি। তবে আজকে (১৪ নভেম্বর) চিঠি দিয়ে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে বলে শুনেছি কিন্তু আমি চিঠি এখনো দেখি নাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টও (চলতি দায়িত্ব) শাহিনুর রহমান বলেন,‘ রাতে (১৩ নভেম্বর দিবাগত রাত) ডরমেটরী হতে সকল এ্যাপ্লিকেন্টকে বের কওে দেয়া হয়েছে। তবে কয়েকজনের আত্বীয় (এ্যাপ্লিকেন্টন নয়) রয়েছেন।’তিনি আরো বলেন,‘ আজকে (১৪ নভেম্বর) সকল আবাসিক শিক্ষক-কর্মকর্তাকে চিঠি দিয়ে এ বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।’