পাখি সংরক্ষণে সম্মাননা পুরস্কার

bird-2গত রবিবার রাজশাহী পাখি ও পাখির আবাস স্থল সংরক্ষণে “পাখি সংরক্ষণ সম্মাননা-২০১৬” পুরস্কার প্রদান অনুষ্ঠান রাজশাহী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ ও বন বন্ত্রণালয়ের বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক জনাব ড. ইউনুছ আলী,  রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব আব্দুল হান্নান, বিশিষ্ট পাখিবিদ জনাব  ইনাম আল হক,স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রকল্প পরিচালক জনাব আব্দুল মাবুদ, বন সংরক্ষক (বগুড়া অঞ্চল) জনাব রিজাউল শিকদার বিভাগী বন কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post MIddle

পাখি সংরক্ষণে  বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ আমাকে রাষ্ট্রীয় সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন, জনাব: ইউনুস আলী, প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বাংলাদেশ। অনুষ্ঠান শেষে পাখি সংরক্ষণে বিশেষ অবদান স্বরূপ বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)’র উপদেষ্টা  ওবাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজব্রেন্ডি এন্ড ভেটেরিনারী সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজব্রেন্ডি এন্ড ভেটেরিনারী সায়েন্স বিভাগের জনাব ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক বাংলাদেশ লাইভস্টক সোসাইটি,মো: ফজলে বারী রতন, সেক্রেটারী মো: মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান, সদস্য মো: রঞ্জু মিয়া, মো: সাইফুর রহমান, ফজরে রাব্বী, ইউনিসুর রহমান হেবজুরসহ  ৩০টি সংগঠন সহ ৯২ সফল ব্যক্তি কে পাখি সংরক্ষণ সম্মাননা প্রদান করা হয়।

bird-8

 

পছন্দের আরো পোস্ট