প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

untitled2

Physically-challenged Development Foundation (PDF), ঢাবি এর উদ্যোগে এবং বাংলাদেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে (লেকচার থিয়েটার) অনুষ্ঠিত হয়ে গেল উচ্চশিক্ষা নিয়ে জমকালো এক সেমিনার।

Post MIddle

শিক্ষার্থী সাদিয়া হোসেন ও আব্দুল্লাহ মাহমুদের পরিচালনায় পিডিএফের সভাপতি জাবের উবায়েদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের শুরু হয় ।Free Seminar on Guideline of Higher Study in Abroad শিরোনামের এই সেমিনারে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা, ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য সহ সম্পর্কিত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে শিক্ষার্থীরা জেনে নেয়।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিশেষ আলোচনা এতে ভিন্ন মাত্রা যোগ করে । সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি অর্ণব সাহা। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির প্রায় দুই শতাধিক

সেমিনার শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ও পিডিএফের উপদেষ্টা, জনাব মো তৌহিদুল হক । তিনি এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন । এবং শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পিডিএফের আয়োজনে তিনমাসব্যাপি কম্পিউটার ট্রেনিংয়ের সনদপত্রও বিতরণ করা হয় ।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিএফ সভাপতি জাবের উবায়েদ এবং সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, ইবরাহিম খলিলসহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও।

পছন্দের আরো পোস্ট