খুবির রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনে কর্মশালা
আজ (১৪ নভেম্বর) সোমবার সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ডিভেলপমেন্ট অ্যান্ড টিম বিল্ডিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।