
কুয়েট স্কুল গেটের নির্মাণ কাজের উদ্বোধন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ নভেম্বর) সোমবার দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
এসময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন এবং প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ, মোঃ রাজিব সরদার, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এর প্রধান শিক্ষক টি এম ছানাউর রহমান, স্কুলের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।