এমডিএস কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি

kobi najrul universityজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের অধীন মেজর ইকোনোমিক্স ফর ডেভেলপমেন্ট, গভর্নেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ের উপর সপ্তাহান্তিক মাস্টার্স অব ‘ডেভলপমেন্ট স্টাডিজ’ (এমডিএস) কোর্স ২০১৭-উইনটার সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে।১ম ব্যাচে ভর্তির আবেদন বৃদ্ধি করে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

Post MIddle

এমডিএস কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর রেহনুমা ফেরদৌস জানান, ২০১৬-২০১৭ উইনটার সেশনে সপ্তাহান্তিক মাস্টার্স প্রোগ্রামের ভর্তির আবেদন ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ০৭ নভেম্বর পর্যন্ত চলে। এরপর আবেদনের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বৃদ্ধি করে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়।

ভর্তিসহ বিস্তারিত বিষয়ে সামাজিকবিজ্ঞান অনুষদ অথবা ০১৭১৮৯০৪৪৮১, ০১৯১৪১৮১৯২২, ০১৮৬৪৯৫৯৫০২ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট