রুয়েটে অপ্রীতিকর ঘটনায় তদন্ত কমিটি গঠন

RUETরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ গত ১০ নভেম্বর সংঘঠিত অপ্রীতিকর ঘটনা তদন্তের নিমিত্তে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তদন্ত কমিটিকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

Post MIddle

এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেনকে। অন্য চারজন সদস্য হচ্ছেন শহীদ লেঃ সেলিম হলের প্রভোষ্ট প্রফেসর ড. এস. এম জহুরুল ইসলাম, শহীদ শহিদুল ইসলাম হলের প্রভোষ্ট প্রফেসর ড. বশির আহমেদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম এবং শহীদ আব্দুল হামিদ হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল।

 রুয়েটের আবাসিক হলে অপ্রীতিকর ঘটনা সংঘঠিত হওয়ার প্রেক্ষিতে ১১ নভেম্বর একাডেমিক কমিটির এক জরুরী সভায় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এবং সাম্ভব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আবাসিক হলগুলো খালি করে দেয়া হয়।##

পছন্দের আরো পোস্ট