রাবির জিয়া হলে অান্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা

wp_20161113_17_27_24_proরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে। রোববার বিকেল ৫টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যপক অনিল চন্দ্র দেব। হলের আবাসিক শিক্ষক দিলিপ কুমার সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হলের শারিরীক শিক্ষা বিষয়ক শিক্ষক সারিফুল ইসলাম সবুজ, আবাসিক শিক্ষক গৌতম কুমার গোস্বামী, হেমেন্ত কুমার ভদ্র, মো. মনিরুজ্জামানসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

Post MIddle

এ সময় প্রাধ্যক্ষ অধ্যপক অনিল চন্দ্র দেব বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের শারিরীক শিক্ষা ও খেলাধুলার প্রয়োজন অপরিসীম। হলের শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা সীমিত পরিসরে হলেও এ প্রতিযোগিতার আয়োজন করেছি। পরবর্তীতে আমরা বৃহত্তর পরিসরে আয়োজন করবো।

 প্রতিযোগিতায় মোট ৬টি ইভেন্টে ৪টি খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো হলো টেবিল টেনিস, দাবা, কার্ড ও কেরাম।##

পছন্দের আরো পোস্ট