রাবিতে ‘বিজ্ঞান মেলার’ উদ্বোধন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার ও স্বপ্নদ্রষ্টা। তিনি বলেন, সরকার আপামর জনসাধারণের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিনির্ভর সোনার বাংলা গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিমন্ত্রী শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজ্ঞান ক্লাব আয়োজিত ‘বিজ্ঞান মেলার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অক্ষুন্ন রেখে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে সরকারের আন্তরিকতার কমতি নেই। তিনি বলেন, ২০০৮ সালে সরকার যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হন তখন দেশ ছিল বিধ্বস্ত অবস্থায়। মানুষ ছিল অনাহারে অর্ধাহারে। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল মানুষের মুখে হাসি ফোটানো। আমরা সেলক্ষ্যে কাজ করেছি, তাই দেশের মানুষ এখন সুখে-শান্তিতে আছে।
তিনি বলেন, একটি মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জঙ্গি ও সন্ত্রাসবাদ ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। কিন্তু তাদের এ প্রত্যাশা কোনদিনও সফল হবে না। দেশে উন্নয়নের যে ধারা বইছে তাতে জনগণ বুঝতে পারছে, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহত করা হবে।
রাবি বিজ্ঞান ক্লাবের প্রেসিডেন্ট চৌধুরী আরিফ জাহাঙ্গীর তুর্যর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এবং উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান উপসি’ত ছিলেন।পরে প্রতিমন্ত্রী বিজ্ঞান মেলার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।#