মেরিটে চান্স না পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কি করবেন

cut_1500117g২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীরা  অনেকেই প্রথম মেরিটে চান্স না পেয়ে ভেঙ্গে পড়েছেন । হতাশায় অনেকেই ভাবছেন আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয় এর আওতাভূক্ত কোন সরকারি কলেজে পড়তে পারবো ?

আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণির  দুস্টচক্র আপনার কাছ থেকে টাকা হাতানোর মহা পরিকল্পণা করে বসে আছে । তাঁরা আপনাকে  চান্স পায়িয়ে দেওয়ার আশ্বাষ দেবেন । তাঁরা এ কথাও বলবেন যে ,আপনি যে কলেজে যে সাবজেক্টে পড়তে চান আমরা আপনাকে  ভর্তি করিয়ে দেবো । এর জন্য আপনাকে সামান্য টাকার ব্যবস্থা করতে হবে ।যে টাকার কথা তাঁরা বলবেন তার অর্ধেক নগদ নেবেন আর বাকি টাকা ভর্তির পর নেবেন ।

এদের মুখের কথা বিশ্বাস করে আপনি আপনার রোল ও পিন নাম্বার যদি দিয়ে দেন তাহলে আমি বলবো যে , আপনি কত বড় ভুল করবেন সেটা আপনি নিজেও জানেন না। আবেগের বসে আপনি যখনি আপনার রোল ও পিন নাম্বার তাঁদের দিয়ে দিবেন তখন সে সকল চুস্টচক্রধারীরা আপনাকে হয়রানি+ টাকা হাতাবেন।

উল্লেখ্য , আপনি যদি তাঁদের কথামত টাকা না দেন তাহলে তাঁরা প্রথমে আপনাকে হুমকি এবং পরে আপনার রোল ও পিন নাম্বার দিয়ে ভর্তি বাতিল করেও দিতে পারেন। কাজেই সবধান হোন এবং পরবর্তী রেজাল্টের জন্য অপেক্ষা করুন ।

পছন্দের আরো পোস্ট