ঢাবিতে রওশন ইন্নাস আলী গবেষণা পুরস্কার প্রদান

গবেষণা ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী হানিয়াম মারিয়াকে ’রওশন ইন্নাস আলী গবেষণা পুরস্কার-২০১৪’ প্রদান করা হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

Post MIddle

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবদুস ছাত্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএইচএম আসাদুল হক। এছাড়া, ট্রাস্ট ফান্ডের দাতা ড. হুসনে আরা আলী ও জন-প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৈয়দ নাজমুল হুদা বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে অভিনন্দন জানান। তিনি প্রয়াত অধ্যাপক ড. এম ইন্নাস আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় তিনি অনন্য অবদান রেখে গেছেন। উপাচার্য বলেন, বর্তমান বিশ্ব জ্ঞান-বিজ্ঞানে অনেক দূর এগিয়েছে, কিন্তু সে তুলনায় মানুষের মানবিক মূল্যবোধ বাড়েনি। তিনি অধ্যাপক এম ইন্নাস আলীর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রয়াত অধ্যাপক ড. এম ইন্নাস আলী ১৯১৬ সালের ১ সেপ্টেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন। স্ত্রী’র স্মৃতি রক্ষার্থে ‘রওশন ইন্নাস আলী ট্রাস্ট ফান্ড’ গঠনের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর্থিক অনুদান দিয়েছিলেন। ২০১০ সালের ৩মে ৯৪ বছর বয়সে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।##

পছন্দের আরো পোস্ট