কবিতা তোমায় বলছি।। এস এম আহমেদ মনি

img_4278

কবিতা তোমায় বলছি শোন

বালিকার চলন হয়ে বিচরণ কর

আমার হৃদয়ের গভীরে-

আরও গভীরে  ।

 

বালিকার মন ভাল না হলে,

চৌকাটের বাহিরে বসে থাকা ভাবনাগুলো

কিংবা আকাশ পানে তাকিয়ে থাকা উদাসিন্য !

কবিতা তুমি নিয়ে যাও আমার অন্তরে ।

 

কবিতা ! তুমি বালিকার বুক চাপা কষ্টগুলোকে

Post MIddle

হাওয়ায় উড়িয়ে সুতোয় বেঁধে প্রেম নাটাই-

বালিকার হাতে এঁটে দাও

বালিকার শত অনিচ্ছাতেও ।

বালিকার না বলা কথাগুলো তুমি

উড়োচিঠির মতো আমায় দাও,

কবিতা ! তুমি তার ছায়া হয়ে আমার

চতুর্দিকে সারাক্ষণ থেকো ।

 

কবিতা তুমি তো জানো

তাকে আমি কতটা ভালবাসি !

দোহায় তোমার এটুকু কর ।।

পছন্দের আরো পোস্ট