ড. নোমান এনইউ‘র ভিসির রুটিন দায়িত্বে

NUজাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ College Education Development Project-এর আওতায় The University of Nottingham Malaysia Campus-এর সাথে Training Consortium Parternship Agreement Negotiation এবং Signing Ceremony উপলক্ষে আগামী ১৩-১১-২০১৬ হতে ১৭-১১-২০১৬ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন মালয়েশিয়া অবস্থান করবেন। তাঁর এ অবস্থানকালীন সময়ে, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর এর রুটিন দায়িত্ব পালন করবেন।

Post MIddle

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।#

পছন্দের আরো পোস্ট