ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটিতে ফ্রেশার্স ডে উদযাপন

ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (আই ইউ বি)-তে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ফ্রেশার্স ডে উদযাপন করা হয়েছে। বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাসে ভিশন অফ স্টুডেন্ট এ্যাফেয়ার্সের সার্বিক তত্ত্বাবধানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইইউবি-র ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।

Post MIddle

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর নাচ, গান সহ সংস্কৃতির নানা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পারদর্শিতা প্রদর্শন করে। শিক্ষার্থীদের পরিবেশিত নাচ, গান ও অভিনয় উপস্থিত সকল দর্শক দারুনভাবে উপভোগ করেন।

ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে আইইউবি জিমনেশিয়ামের উদ্যোগে ‘শরীর চর্চা’ প্রদর্শণ ছিল “ফ্রেশার্স ডে ২০১৬” -এর অন্যতম সংযোজন। এই বিভাগে অংশগ্রহনকারীরা শীঘ্রই ‘মি: বাংলাদেশ” প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন।##

পছন্দের আরো পোস্ট