প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অবলোকন ও আলোচনা সভা
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের জনগণের সাথে তাঁর সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে তথা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান প্রচারণায় প্রান্তিক জনগোষ্ঠিকে সমপৃক্ত করার লক্ষে রাজশাহী বিভাগের ৮টি জেলার সর্বস্তরের জনগণ ও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন।
তার অংশ হিসেবে বগুড়া গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর ও ইউনিয়নে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অবলোকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নশিপুর ইউপি চত্ত্বরে চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে বর্তমান ইস্যু জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম মিন্টু, ইউপি সদস্য আব্দুর রহিম রন্জু। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য শহিদুল্লাহ বুলু, জনাব আলী, নূরুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল হালিম, আলমগীর হোসেন, নজরুল ইসলাম শাহ, বজলার রহমান দোলা, বেদেনা খাতুন, জুলেখা বেগম ও শাপলা খাতুন।
ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা ইমরান হাসান,আবু বক্কর প্রমূখ । অপর দিকে- বাগবাড়ী ফাজিল মাদরাসায় দুপুর ২.৩০মিনিট থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত অধ্যক্ষ আব্দুর রহিমের সভাপতিত্বে, মাদরাসা প্রাঙ্গনে শিক্ষক মন্ডলী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে ভিডিও কনফারেন্স অবলকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন তদারকি কর্মকর্তা গাবতলী উপজেলা সহকারী প্রাথমকি শিক্ষা অফিসার মোছাঃ জিন্নাত আলম, অধ্যক্ষ আব্দুর রহিম, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম,আব্দুল খালিক, অভিভাবক অধ্যাপক জাবেদ আলী, কমিটির সদস্য আলহাজ¦ আব্দুর রহিম, ছাত্র আবু সাঈদ ও শিক্ষকমন্ডলী প্রমূখ।
বাগবাড়ী শহীদ জিয়া অনার্স কলেজ, বাগবাড়ী কেএম উচ্চবিদ্যালয়, বাগবাড়ী মিছিরন নেসা জহুরা খাতুন বালিকা বিদ্যালয়, মাজবাড়ী উচ্চবিদ্যালয় ও নশিপুর বালিকা দাখিল মাদরাসাতেও অনুষ্ঠান হওয়ার খবর পাওয়া গেছে ।