পেশা হিসেবে সাংবাদিকতা

S Hafijurপৃথিবীতে হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এ পেশার সঙ্গে আর অন্য দশটি পেশার পার্থক্য অনেক। এখন প্রশ্ন হলঃ একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য কি কি গুন থাকা প্রয়োজন?

ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতা বিভাগে পড়তে হবে এমনটা জরুরি নয়। আজকের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন । তবে সাংবাদিকতা বিষয়ে পড়া থাকলে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করবে ।

যোগ্যতাঃ

সাংবাদিকদের সব কাজের কাজী হতে হয় । অর্থাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকের জন্য জরুরি । যেমনঃ খেলা, অর্থনীতি ও বাণিজ্য, আইন-আদালত, সংবিধান, জ্বালানি ইত্যাদি । এছাড়া আরও যেসব যোগ্যতা থাকা প্রয়োজন……
১. সিদ্ধান্ত
২. সততা
৩. ব্যক্তিত্ব
৪.ব্যবহার
৫. সাহসিকতা
৬. বস্তুনিষ্ঠতা
৭.অধ্যবসায়
৮.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ
৯. দায়বদ্ধতা
১০. বিচক্ষণতা

অন্যান্য গুণ:

জাতীয় পত্রিকা/অনলাইন/ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করতে হলে তাকে কমপক্ষে অর্নাস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মফস্বলের ক্ষেত্রে শিথিলযোগ্য। সাংবাদিকতার উপর স্নাতক ও স্নাতকোত্তর থাকলে ভালো। সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সাংবাদিকতার উপর যেকোনো কোর্স করলে সহজেই সাংবাদিকতার পেশায় হাতেখড়ি হতে পারে। একটি সফল সর্ট কোর্সের পর পিজিডি ও মাস্টার্স করতে পারলে সাংবাদিক হিসাবে একটি শক্ত ভিতের উপর দাঁড়ানো সম্ভব।

সাংবাদিকতার ক্ষেত্রসমূহঃ

১.প্রিন্ট মিডিয়া “পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী”

সম্পাদকীয় বিভাগ, প্রশাসনিক বিভাগ, বার্তা বিভাগ, রিপোর্টিং বিভাগ, প্রুফ এডিটিং বিভাগ, ফটোগ্রাফি বিভাগ, অলংকরণ বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, প্রচার বিভাগ, রেফারেন্স লাইব্রেরি,প্রিন্টিং বা ছাপা বিভাগ

২.ইলেক্ট্রনিক মিডিয়া “রেডিও, টেলিভিশন”

নিউজ বিভাগ-রিপোর্টিং, নিউজ এডিটর, জয়েন্ট নিউজ এডিটর, ডেস্ক রিপোর্টার, নিউজ প্রডিউসার, নিউজ প্রেজেন্টার, অনলাইন এডিটর, প্রোগ্রাম প্রডিউসার, ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এনিমেটর, সেট ডিজাইনার, চিত্রগ্রাহক, ইঞ্জিনিয়ারিং এবং ব্রডকাস্টিং এক্সিকিউটিভ

সম্মানীঃ

এখানে প্রথমদিকে হয়তো আয়ের পরিমাণটা কম। তবে অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আয় রোজগার। দেশে আপনার অভিজ্ঞতা অনুযায়ী সম্মানী ১০ হাজার থেকে লাখ টাকার ওপরে হয়ে থাকে।

প্রসঙ্গত ,বাংলাদেশের প্রেক্ষাপটে একথা স্বীকার করতেই হবে, এ পেশায় আজও অনেক জনশক্তিই অপেক্ষাকৃত কম মেধাবী ও প্রশিক্ষণহীন। সাংবাদিকতায় পড়ালেখা করে এ পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা নিতান্ত নগন্য। প্রশিক্ষণ গ্রহণ করেছেন এমন লোকও খুব বেশি নেই। অথচ একটি সম্ভাবনাময় ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতা আজ দেশে-বিদেশে অনেক উঁচু মাপের পেশা।#

education_filmmaking_bg_357166690

পছন্দের আরো পোস্ট