নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্লাব ফেয়ার অনুষ্ঠিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবগুলো এ ফেয়ারে অংশগ্রহণ করে। জধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (১২ নভেম্বর) সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। নাচ, গান, অভিনয়সহ নানা সাংস্কৃতিক কার্যক্রমে এই আয়োজন চলবে দিনব্যাপী।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীরা ক্লাব ফেয়ারে যে আয়োজন করেছে, তা দেখে আমি মুগ্ধ। শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে তাদের চিন্তা চেতনার উদ্ভাবনী শক্তি দেখিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, আমাদের এ বিশ্ববিদ্যালয় ২৫ বছর পার করতে যাচ্ছে। শিক্ষার্থীদের এ আয়োজন আমাকে আশান্বিত করেছে। এই আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়, আমাদের শিক্ষার্থীরা সব ক্ষেত্রে উন্নতি করছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ২০টি ক্লাব আছে। এই ক্লাবগুলো বছরে একটি বড় অনুষ্ঠান করে আর তিনটি ছোট ছোট অনুষ্ঠান করে। তাদের সার্বিক কাজের প্রতিফলন হয় ক্লাব ফেয়ারে। এখানে ক্লাবগুলো তাদের এক বছরের কার্যক্রম সবার সামনে তুলে ধরে।##

পছন্দের আরো পোস্ট