ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

12-10-2016ইউএসডিএ’র সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্যোগে Development of Stress Tolerant Peanut : Breeding Lines Using Modern Biotechnology শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ (১২ নভেম্বর ২০১৬) শনিবার বিশ্ববিদ্যালয়ের সন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সেমিনার উদ্বোধন করেন।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল বাসার-এর সভাপতিত্বে সেমিনারে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. আমিনুল হক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম ম-ল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আহসান হাবিব এবং পিএইচ ডি গবেষক তানজিনা আখতার বানু।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের কৃষিখাত তথা জীব বিজ্ঞান শিক্ষার উন্নয়নে গবেষকদের নিরলসভাবে গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে। তিনি জীব বিজ্ঞান বিষয়ক গবেষণা আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “গ্রীন হাউজ” ও “এ্যানিমেল হাউজ” প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষক, গবেষক ও কর্মকর্তা এই সেমিনারে অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট