বশেমুরবিপ্রবিতে ভর্তির সংশোধিত সময়সূচি
অাসন সংখ্যায় দেশের পঞ্চম বৃহত্তম বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তির সময়সূচিতে খানিকটা পরিবর্তন অানা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সকল ইউনিটে উত্তীর্ণ মেধা ও অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজ (অনলাইনে), রিপোর্টিং ও ভর্তির সময়সূচী প্রকাশ করা হয়েছে।
মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে সাবজেক্ট চয়েজ ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত এবং রিপোর্টিং ও ভর্তি স্ব স্ব ডীন অফিসে ১৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত।
১ম অপেক্ষমান তালিকার (আসন শূন্য থাকা সাপেক্ষে) শিক্ষার্থীদের অনলাইনে সাবজেক্ট চয়েজ ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত এবং রিপোর্টিং ও ভর্তি স্ব স্ব ডীন অফিসে ২৫ ডিসেম্বর, ২০১৬ সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত।
কোটাভুক্ত মেধা তালিকা ও ১ম অপেক্ষমান তালিকার (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি, ওয়ার্ড ও খেলাধুলা/সাংস্কৃতি) শিক্ষার্থীদের সাক্ষাৎকার রেজিস্ট্রার অফিসে ২৭ ডিসেম্বর, ২০১৬ সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত এবং ভর্তি ২৮ ডিসেম্বর, ২০১৬ সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট
www.bsmrstu.edu.bd এবং সাবজেক্ট চয়েজের জন্য ওয়েব সাইট
www.bsmrstu.edu.bd/admission2016/
subjectchoice
উল্লখ্যে যে, প্রথমাবস্থায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে সাবজেক্ট চয়েজ ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত করা হলেও সংশোধিত নোটিশে তা ১৫ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত করা হয়েছে এবং রিপোর্টিং ও ভর্তির তারিখ স্ব স্ব ডীন অফিসে ১৭, ১৮ ডিসেম্বর থাকলেও পরবর্তীতে সংশোধিত নোটিশে তারিখ একদিন বাড়িয়ে ১৮, ১৯ ডিসেম্বরে অানা হয়েছে।
এছাড়াও, ১ম অপেক্ষমান তালিকার (আসন শূন্য থাকা সাপেক্ষে) শিক্ষার্থীদের অনলাইনে সাবজেক্ট চয়েজের সময়সীমা ১৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত এবং রিপোর্টিং ও ভর্তি স্ব স্ব ডীন অফিসে ২৫ ডিসেম্বর, ২০১৬ সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত থাকলেও সংশোধিত নোটিশ মোতাবেক, ১৯ ডিসেম্বরের, ২০১৬’র স্থলে ২০ ডিসেম্বর, ২০১৬ এবং ২০ ডিসেম্বর, ২০১৬’র স্থলে ২২ ডিসেম্বর, ২০১৬ করা হয়েছে । ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.bsmratu.edu.bd এবং সাবজেক্ট চয়েজের জন্য একই ওয়েব সাইটের উল্লেখ থাকলেও সাবজেক্ট চয়েজের জন্য অতঃপর www.bsmrstu.edu.bd/admission2016/subjectchoice ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে।