বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত
গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ (বশেমুরবিপ্রবি) বৃহস্পতিবার আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এ.আই.এস বিজনেস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যার্লী বের করা হয়।
র্যার্লীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা আয়োজিত হয়।
উক্ত র্যার্লী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন।