জাবিতে বোধিচিত্তের তিনদিনব্যাপি সেমিনার
রুশ বিপ্লবের ৯৯তম বার্ষিকী উপলক্ষে বোধিচিত্তের আয়োজনে গত ৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শুরু হয়েছে ‘ফিরে দেখা সোভিয়েত ইউনিয়নঃ বিপ্লব-পথচলা-বিপর্যয়’ শীর্ষক তিনদিনব্যাপি সেমিনার। আজ ১০ নভেম্বর সেমিনারের তৃতীয় এবং শেষদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হারুন রশিদ, লেখক, কলামিস্ট ও অ্যাক্টিভিস্ট রেহনুমা আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। এছাড়া দূরবার্তার মাধ্যমে সেমিনারে অংশগ্রহণ করবেন বিখ্যাত দার্শনিক, তাত্ত্বিক ও মনোবিশ্লেষক স্লাভো জিজেক।
এর আগে গত ৮ নভেম্বর সেমিনারের প্রথমদিন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, লেখক ও গবেষক সৈয়দ আবুল কালাম এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান।
গতকাল ৯ নভেম্বর দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কমিউনিজম অধ্যয়ন কেন্দ্রের সংগঠক মতিউর রাহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(মার্ক্সবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এছাড়া ভিডিওবার্তার মাধ্যমে সেমিনারে অংশ নেন লেখক, তাত্ত্বিক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর। সেমিনারে বক্তারা রুশ বিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নের পথচলা ও বিপর্যয়সহ বাংলাদেশের বাম রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন।#
আরএইচ