
এইউবি উপাচার্যের জর্ডান রয়েল একাডেমি অ্যাওয়ার্ড লাভ
শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জর্ডান রয়েল একাডেমি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেছে।
২৪ অক্টোবর জর্ডান এর বাদশাহ আব্দুল্লাহ ইবনে আল হুসেইন ড. সাদেক এর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। জর্দানের রয়েল একাডেমি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ড. সাদেক।
জর্ডানের রয়েল একাডেমি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সামাজিক বিভিন্ন বিষয়ের উপর অবদান বিবেচনায় একাডেমির সদস্যপদ প্রদান করে থাকে। ড. সাদেক সুদীর্ঘ ১৭ বছর ধরে এ প্রতিষ্ঠানটির একমাত্র বাংলাদেশি সদস্য হিসেবে সম্মানিত। ড. সাদেক উল্লেখিত কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন।
গত ২১ অক্টোবর জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ইবনে আল হুসেইন এর আমন্ত্রণে জর্দানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এইউবি উপাচার্য।
সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করে উপাচার্য মহোদয় দেশে ফিরে আসেন গত ২৮ অক্টোবর।
দেশের জন্য এই বিরল সম্মান বয়ে আনায় উপাচার্য মহোদয়কে এশিয়ান ইউনিভার্সিটি’র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।