শাবির খাদ্য প্রকৌশল বিভাগের যুগপূর্তি উৎসব ফেব্রুয়ারিতে

‘এ ট্রিপ টু নস্টালজিয়া’ এ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি(এফইটি)’ বিভাগের এক যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী বছরের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল সাড়ে ৩টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফইটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

Post MIddle

তিনি জানান, দু’দিন ব্যাপি অনুষ্ঠানে র‌্যালি, স্যুভেনির প্রকাশনা, অ্যালামনাই কমিটি গঠন, কনসার্ট, খেলাধুলা, কনফারেন্স, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং সবার অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের অংশগ্রহনের সুবিধার্থে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মনির হোসেন, আফজাল হোসেন এবং বিভাগের শিক্ষার্থী এ এস এম সায়েম, মো. ইয়াসিন প্রমূখ।

উলে­খ্য, ২০০৪ সালের আগস্টে যাত্রা শুরু করে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগ। যাত্রা শুরুর পর এ পর্যন্ত ৭টি ব্যাচের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী তাদের সম্মান সম্পন্ন করেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট