রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ru-pic-09-11-2016রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উত্তর-পশ্চিম বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে জলবায়ু, ভূগর্ভস্থ পানি ও কৃষি উৎপাদন বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Post MIddle

এদিন সকাল সাড়ে ৯টায় এই সেমিনারের উদ্বোধন করেন এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। দুইটি একাডেমিক সেশন এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ৫টি এবং দ্বিতীয় সেশনে ৭টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এর শেষে ছিল প্রশ্নোত্তর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরী। সেখানে স্বাগত বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মতিন আহমেদ এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন ইউনিভার্সিটি কলেজ, লন্ডন এর শিক্ষক ড. উইলিয়াম জি বার্জেস। দেশ-বিদেশ থেকে প্রায় শতাধিক শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা এ সেমিনারে অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট