মাস্টার্স ১ম পর্ব ভর্তির মেধাতালিকা আগামীকাল

National Logoজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) প্রোগ্রমের ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা আগামীকাল( ১০ নভেম্বর ২০১৬) বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

Post MIddle

উক্ত ফলাফল SMS এর মাধ্যমে বিকেল ০৪.০০ টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে (NU<space>ATMP<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে SEND করে এবং রাত ৯টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল জানা যাবে।

পছন্দের আরো পোস্ট