
বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি আজাদ সম্পাদক নুর আলম
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের কার্যকারী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো: আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে মো: নুর আলম মিয়া নির্বাচিত হয়েছেন।
সোমবার দিনব্যাপী প্রত্যক্ষ ভোটের এই নির্বাচন শেষে রাত চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় বলে আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন কর্মচারী ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার এস এস আবু রায়হান (শাহিনুর রহমান)।
২১ সদস্য বিশিষ্ট কমটি অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন, সহ-সভাপতি মো: মাহবুবার রহমান (১), মো: নুর উদ্দিন নয়ন(২), মো: আসাদুল হক আসাদ(৩), সহ-সাধারণ সম্পাদক পদে মো: জমসেদ আলম (হিরু), কোষাধ্যক্ষ পদে মো: আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো: সাজু মিয়া, দপ্তর সম্পাদক পদে মো: লাল মিয়া, ধর্ম ও সমাজকল্যান সম্পাদক পদে মো: মোতাহারুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো: ময়নুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো: মাহামুদুল সাহান, মহিলা বিষয়ক সম্পাদীকা মোছা: শিরিন সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদীকা মোছা: আমেনা খাতুন তামান্না, ক্রীড়া সম্পাদক মো: মাসুদ রানা এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: রাজীব আহমেদ।
কমিটিকে কার্যকারী সদস্য পদে মো: আলী আহমেদ, মো: খায়রুল পারভেজ পলাশ, মো: জিকরুল হাসান রাজু, মো: আতিকুর হাসান এবং মো: মোখলেছুর রহমান নির্বাচিত হন।#
আরএইচ