বশেমুরবিপ্রবিতে ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন মার্কেটিং বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর ফাইনালে মার্কেটিং বিভাগ টাই ব্রেকারে (৬-৫) গোলে সমাজবিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ২০১৬ তারিখ বিকালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ অংশ গ্রহণকারী ২০ বিভাগের সকলকে অভিনন্দন জানান।
উক্ত ফাইনাল খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।##