শাবিতে করতোয়া স্টুন্ডেট এ্যাসোশিয়েশনের নতুন কমিটি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করতোয়া স্টুন্ডেট এসোসিয়েশনের ১১তম কার্যকরী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তামান্না জাকিয়া বর্ণা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৌমিক আহমেদ আকাশ। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’ এর ৩২৪ নং কক্ষে কমিটির সাধারন সভায় ৩০ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জিইবি বিভাগের প্রভাষক জাভেদ ফয়সাল ও হাম্মাদুল হক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আজমিনা আফরিন, কৃতান্ত-শাসন সাহা, আশেকা আরেফা, মোকসেদুল মোমিন, সহ-সাধারণ সম্পাদক শনম, মান্নাফ, সমন্বরকারী (ভর্তি সংক্রান্ত) রাইন, সহ-সমন্বরকারী (ভর্তি সংক্রান্ত) আল-আমিন, রকি, সাংগঠনিক সম্পাদক সাদমান, তুষার ,সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী, কোষাধ্যক্ষ রুহুল, সহ-কোষাধ্যক্ষ তানজির, মোশারফ, প্রচার সম্পাদক নাহিদ, প্রকাশনা সম্পাদক আনন্দ, সহ-প্রকাশনা সম্পাদক ইমরান, ইসতিয়াক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেধা, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমাইরা, খেলাধূলা বিষয়ক সম্পাদক কিবরিয়া, মেসবা, কার্যকরী সদস্য মিমি, আরিফ, সিলমুন, তৌকির, নুহাস।##