ইউল্যাব ছাত্র হাসানুজ্জামানের বিপিএল অভিষেক

hasanuzzamanইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব) এর ছাত্র হাসানুজ্জামানের এ বছর বিপিএল এ অভিষেক হয়েছে। তিনি খুলনা টাইটানস এর হয়ে এ বছর বিপিএল এ খেলছেন। ইউল্যাব ক্রিকেট টিমের অধিনায়ক হাসানুজ্জামান এর আগে ইংল্যান্ড, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন।

ইউল্যাব কিছুদিন আগে হয়ে যাওয়া তার নেতৃত্তে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত রেড বুল টি টুয়েন্টি আন্তর্জাতিক টুর্নামেন্টে ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া; ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোর, পাকিস্তান; আসুপল টাকসক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়েছে। এর আগে রেড বুল টি-টুয়েন্টি আন্তর্জাতিক টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের হয়ে ইংল্যান্ডেও অধিনায়কত্ব করেছে ইউল্যাবের এমবিএ এর এই ছাত্র।

তিনি টানা ছয় মৌসুম খেলেছেন ইউল্যাব ফেয়ারপ্লে কাপ আসরে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলতে নেমেই কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন হাসানুজ্জামান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলারদের দিশেহারা করে মাত্র ৫৩ বলে ৯৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। ##

পছন্দের আরো পোস্ট