ইউজিসি চেয়ারম্যান শহীদ নূতন সিংহ স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত
মহান মুক্তিযুদ্ধে এবং শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ‘শহীদ নূতন সিংহ স্মৃতি স্বর্ণ পদক-২০১৬’ এ ভূষিত হয়েছেন। শহীদ নূতন সিংহ স্মৃতি সংসদ আগামী (১ ডিসেম্বর ২০১৬) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রফেসর আবদুল মান্নানকে ‘শহীদ নূতন সিংহ স্মৃতি স্বর্ণ পদক-২০১৬’ প্রদান করবে।
উল্লেখ্য যে, জনাব নূতন চন্দ্র সিংহ বাংলাদেশের গ্রাম অঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে অনবদ্য অবদান রাখেন।