রায়হান মুশফিকের কবিতা ‘ব্যর্থ’

Exif_JPEG_420

Post MIddle

পুরোটা প্রেমিক আমি

হয়ে উঠিনি এখনো-
কতটুকুই বা পেরেছি ভালবাসতে?
কতটুকু তার চাওয়া? বুঝিনি।
ঐ নীলজল সুবিশাল সমুদ্র,
তুষার ঢাকা হিমালয়
কিংবা গাঢ় অন্ধকারের
একটি রাত?
কত গভীর তার চাওয়া!
আমি খুঁজে পাইনা তাকে
ঐসব কোথাও-
সেখানে শুধু আমার একার বিচরণ।
আমার চোখে সে
দূর্বা ডগার ভোরের শিশির
রাত শেষ হয়ে যাওয়া
আবছা আঁধার
খুব কাছে থাকা যায়;
কাছে থেকে ভালবাসা যায়!
জয় করা যায় না ঐ
হিমালয়ের মত।
তাইতো আমি প্রেমিক হয়ে উঠিনি
তার চোখে
তার কাছে
আজও।

পছন্দের আরো পোস্ট