সাইদুল ইসলামের সাফল্য ও মেডেল প্রাপ্তি

14993415_10209987957029027_7087688146904877608_n-1সাইদুল ইসলাম। মেধা,মনন আর প্রতিভার এক জীবন্ত উদাহরন। চৌগাছা শাহাদৎ পাইলট বিদ্যালয় থেকে এস এস সি’তে যশোর বোর্ডের মেধাতালিকায় ২য় স্থান অধিকার করে গোল্ড মেডেল মেডেল পাওয়ার মধ্য দিয়ে মেডেল প্রাপ্তির সূচনা করেছেন ।এর পর যশোর ক্যন্ট্নমেন্ট কলেজ এবং যশোর কেন্টনমেন্ট থেকে যৌথভাবে ক্রেষ্ট এবং নগত অর্থ পেয়েছেন ক্যারিয়ারের পরবর্তী সাফল্য এইচ এস সি’তে ১ম স্থান অধিকার করে ।

অনার্সে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ২০০০ সালের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হিসাবে তাকে প্রদান করা হয়েছে “রয়্যাল এডুকেশন এওয়ার্ড”।মাষ্টারস এবং ডক্টরেট ডিগ্রী আনুষ্টানিকভাবে পেয়েছেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। সর্বশেষ গতবছর (২০১৫) কানাডার সেরা উদীয়মান সমাজবিজ্ঞানী হিসাবে পেয়েছেন “আর্লি ইনভেস্টিগেটর” এওয়ার্ড।

শতশত মানুষের উপস্থিতিতে এ সকল এওয়ার্ড নিজহাতে গ্রহন করেছেন তিনি বললেন,এতসব প্রাপ্তির সময় আল্লাহর প্রতি শোকরিয়ায় আশ্রুসিক্ত হয়েছি।

14925764_10209987956589016_1483735113618971289_n-1

পছন্দের আরো পোস্ট