ইবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

IU LOGOইসলামী বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ স্মাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সময়সূচি প্রকাশ করে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪-৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Post MIddle

জানা গেছে, প্রতিদিন ৪ শিফটে (দিনের ১ম শিফট সকাল ৯.৩০-১০.৩০টা, দিনের ২য় শিফট বেলা ১১.৩০-১২.৩০টা, দিনের ৩য় শিফট দুপুর ২.০০-৩.০০টা, দিনের ৪র্থ শিফট বিকাল ৪.০০-৫.০০টা) পরীক্ষা গ্রহন করা হবে ।

প্রথমদিন ৪ ডিসেম্বর দিনের ১ম শিফটে ধর্মতত্ব অনুষদভুক্ত “এ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত “বি” ইউনিটের দিনের ২য় শিফটে ০০০০১-০৬২০০ রোলধারী, দিনের ৩য় শিফটে ০৬২০১-১২৪০০ রোলধারী, দিনের ৪র্থ শিফটে ১২৪০১-অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয়দিন ৫ ডিসেম্বর আইন ও শরীয়াহ অনুষদভুক্ত “এইচ” ইউনিটের পরীক্ষা দিনের ১ম শিফটে অনুষ্ঠিত হবে। একইদিন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত “সি” ইউনিটেরন দিনের ২য় শিফটে ০০০০১-০৬২০০ রোলধারী, দিনের ৩য় শিফটে ০৬২০১-১২৪০০ রোলধারী, দিনের ৪র্থ শিফটে ১২৪০১-অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তৃতীয়দিন ৬ ডিসেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত “জি” ইউনিটের দিনের ১ম শিফটে ০০০০১-০৬২০০ রোলধারী, দিনের ২য় শিফটে ০৬২০১-অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন বিজ্ঞান অনুষদভুক্ত “ডি” ইউনিটের দিনের ৩য় শিফটে ০০০০১-০৬২০০ রোলধারী, দিনের ৪র্থ শিফটে ০৬২০১-অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেষদিন ৭ ডিসেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত “ই” ইউনিটের দিনের ১ম শিফটে ০০০০১-০৬২০০ রোলধারী, দিনের ২য় শিফটে ০৬২০১-অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন একই অনুষদভুক্ত “এফ” ইউনিটের দিনের ৩য় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সফলভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের ১০-২০ নবেম্বর ওয়েবসাইট hattp://iu.teletalk.com.bd থেকে প্রবেশ পত্র উত্তোলন করতে পারবে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট iu.ac.bd থেকে জানা যাবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট