স্পেশাল নিডস্ এডুকেশন সেন্টারের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী

zzজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘স্পেশাল নিডস্ এডুকেশন সেন্টার (এসএনইসি)’ এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বেলা বারোটায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কেক কাটেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক। অনুষ্ঠানে উপাচার্য তাঁর ভাষণে এসএনইসি সুষ্ঠুভাবে পরিচালনায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সহযোগিতা কামনা করেন।

Post MIddle

অতিরিক্ত সচিব তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে ইতোমধ্যে সাড়ে এক চল্লিশ কোটি টাকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। তিনি এসএনইসি’র ভৌত অবকাঠামোগত উন্নয়নে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএনইসি’র পরিচালক (অনারারী) অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী।

উল্লেখ্য, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটিষ্টিক শিশুদের এ ধরনের স্কুল রয়েছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর আনন্দশালা যাত্রা শুরু হয়।

পছন্দের আরো পোস্ট