স্টামফোর্ড জার্নাল অব সোশ্যাল সায়েন্সস প্রকাশিত
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এর রিসার্চ সেন্টার ফর সোশ্যাল সায়েন্স গবেষণা ভিওিক একটি জার্নাল প্রকাশ করেছে। জার্নালটির শিরোনাম স্টামফোর্ড জার্নাল অব সোশ্যাল সায়েন্সস।জার্নালটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর এ টি এম জহুরুল হক।
বাংলাদেশের প্রেক্ষাপটে লিখিত বেশ কিছু গুরুত্বপূর্ন প্রবন্ধ জার্নালটিতে প্রকাশিত হয়েছে। প্রতি বছরই নিয়মিতভাবে জার্নালটি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।